ষষ্ঠ শ্রেণির সকল ভর্তি ও সপ্তম থেকে নবম শ্রেণির শুধুমাত্র নতুন ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরুর পূর্বে আবেদনের নির্দেশিকা ভালভাবে পড়ে নিন। অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করুন 01672616012, 01728594158 নাম্বারে।

অনলাইন আবেদন ফরম পূরণের নিয়মাবলী:

  • ষষ্ঠ শ্রেণির সকল ভর্তি ও সপ্তম থেকে নবম শ্রেণির শুধুমাত্র নতুন ভর্তির জন্য আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে।
  • তারকা (*) চিহ্নত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • আবেদনকারীর নাম (বাংলা) ফিল্ডটি ব্যতীত সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
  • অনলাইন আবেদন ফরম পূরণের সময় শিক্ষার্থীর নাম ও নামের বানান, পিতা-মাতার নাম ও নামের বানান সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরবর্তীতে এই সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অনলাইনে আবেদনের সময় অবশ্যই শিক্ষার্থীর ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। ভর্তির সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে।
  • যদি কারো বাবা-মা দুইজনই মৃত হয় তাহলেই অভিভাবকের তথ্য পূরণ করবে অন্যথায় অভিভাবকের তথ্যের ঘরটি খালি থাকবে।
  • শিক্ষার্থীর ছবির ফাইল সাইজ ১০০KB এর মধ্যেে হতে হবে। ফাইল ফরমেট হবে JPG ।
  • কোন প্রকার ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী তার শাখা ও রোল নাম্বার জানতে পারবে।
  • শিক্ষার্থীর অনলাইন আবেদনের কপি, শিক্ষার্থীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ভর্তি ফি বিদ্যালয়ের অফিস কক্ষে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

*** অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করুন 01672616012 অথবা 01728594158 নাম্বারে।